#আব্দুল_কাদের_মোল্লা_সিটি_কলেজ!

#College_Review_3
#আব্দুল_কাদের_মোল্লা_সিটি_কলেজ

আসসালামু আলাইকুম।
আপনার যদি A+  থাকে কিন্তু ফুল মার্ক ভালো না বলে কলেজ চয়েজ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, বা অল্প পয়েন্ট এর জন্য A+ মিস হয়েছে তাই আবেদন করার জন্যই ভালো কোন কলেজ পাচ্ছেন না।
 তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। এখানে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ (AKMCC) সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হবে।

১) ভাইয়া ভর্তি যোগ্যতা কত?
-- vorti যোগ্যতা বিজ্ঞান এ 4.50  লেখা থাকে। তবে বাস্তব চিত্র হচ্ছে  খুব কম সংখ্যক ছাত্র-ছাত্রী A+  এর নিচে চান্স পায় ।
A+ থাকলে অনেক টা নিশ্চিত ভাবেই আসা করা যায়। আর যাদের 4.94 or 4.89 or 4.72  তারা চয়েজ লিস্ট এর প্রথমে রেখে আবেদন করতে পারো। সম্ভাবনা ক্ষীণ হলেও ,ভাগ্য ভালো হলে লেগে যেতে পারে।

Commerce -3.50
Humanities -- 3.50

২)কেন এখানে ভর্তি হওয়া উচিত??
-- আমি প্রস্ন করতে চাই কেন ভর্তি হবে নাহ?? এখানে শিক্ষাপদ্ধতি, প্রতি বছর এর রেজাল্ট, বেসরকারি ভাবে এত কম খরচ  আর কয়েকটি বিশেষ দিক সুনলে তুমি নিজ থেকেই উত্তর পেয়ে যাবে!যে কেন এখানে ভর্তি হবো। নিচে এগুলা তুলে ধরা হবে।

৩)রেজাল্ট কেমন??
-- ঢাকার অনেক নামীদামী কলেজ থেকেও ভালো রেজাল্ট হয় এখানে! গতানুগতিক সব বছর ই ১০০% পাশের রেকর্ড।  তা ছাড়া A+  প্রাপ্তির দিকেও কোথাও  কম নাহ! গত বছর 939 জন পরিক্ষা দিয়ে A+ পেয়েছে 570..
প্রতি বছর  কম-বেশি এরকম A+ এর ধারা অব্যাহত আছে। আর university or medical পাওয়ার দিক থেকেও প্রতিযোগিতায় যথেষ্ট ভালো আছে এখানের শিক্ষার্থীরা।

৪) খরচ কেমন??
Beton--! 👇
Science --2000
Commerce --1600
Humanities --1600
Vorti hote---5197

৫)হোস্টেল আছে????
-- হ্যা,ছেলে মেয়ে উভয়ের জন্যই আলাদা আলাদা হোস্টেল ব্যাবস্থা আছে। যেখানে ৫০০০ টাকা(ফেরত যোগ্য)  জামানত দিয়ে প্রতি মাসে ৫১০০ টাকা খরচে ছেলে আর ৫৪০০ টাকা খরচে মেয়েরা থাকতে পারবে। যদিও সিট সংখ্যা কম। সে ক্ষেত্রে তোমরা কলেজের আশেপাশে খুব কম খরচে বাসা ভাড়া করে থাকতে পারবা।

তবে হ্যাঁ, তুমি কোন পাপ না করেও এখানের হোস্টেল লাইফ এ জেলের কয়েদির মত স্বাদ পাবা। তবে এখানে তুমি পাবা শিক্ষক ও বন্ধুদের সাথে এক অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক।

৬) ক্যাম্পাস কেমন??
-- বেসরকারি কলেজে সাধারণত ক্যাম্পাস না থাকলেও এখানে ছোট হলেও একটা ক্যাম্পাস রয়েছে। খেলার মাঠ সহ আরো কিছু কিছু জিনিস রয়েছে।তবে তোমাকে যেটি খুব বেশি আকৃষ্ট করবে তা হচ্ছে  ,কলেজের সাথেই  10-15 টাকার ভাড়ার পথের পরেই তুমি পাবে নরসিংদীর বিখ্যাত, Dream Holyday park. যেখানে বন্ধু বান্ধবদের নিয়ে মাঝেমাঝে চিল করা যেতেই পারে।

৭)কি কি ক্লাব আছে??
-- এ সম্পর্কে বেশি কিছু ধারনা নেই তবে বেশ কয়েকটি ক্লাব রয়েছে। তাছাড়া এখানে বিভিন্ন সময় নানান ধরনের আনন্দ উৎসবের আয়োজন করা হয়। যেমন কয়েক মাস আগে কলেজে মেয়েদের দ্বারা মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে তারা অনেক শিশুকে মেহেদি পরিয়ে দিয়েছিল।

৮) ক্লাস টাইম??
--এখানে  ক্লাস টাইম 4 ঘন্টা।ছেলেরা ডে শিফটে আর মেয়েরা মর্নিং শিফটে।

৯) গাইড টিচার ব্যাপারটা কি???
--এখানের শিক্ষার্থীদের 15 থেকে 20 জনে ছোট ছোট দলে ভাগ করে একজন নির্দিষ্ট শিক্ষকের গাইডে দিয়ে দেওয়া হয় । তোমার সার্বক্ষণিক খেয়াল, যেকোন সমস্যার সমাধান, ওই শিক্ষকের হাত ধরেই তুমি পাবে। এবং তোমার যদি কোন সমস্যা হয় তাহলে তার জন্য ওই শিক্ষককে উপরের স্তরের শিক্ষকদের কাছে জবাবদিহি থাকতে হয়। তাই তোমার সার্বিক সকল দিক উন্নতি হয়ে থাকে ‌।

১০) কলেজের বিশেষ কয়েকটা ভালো দিক??
---প্রথমত ছাত্র-শিক্ষক সম্পর্ক টা অসাধারণ ❤ স্যার রাই আয়াদের সব কিছু,  বন্ধু-ভাই,-পিতা-মাতা
--নিয়মিত ক্লাস হয়।
--তুলনামূলক খরচ কম।
--যেকোনো সময় তুমি শিক্ষকের সাহায্য পাবা। আর তোমার পড়াশোনার ঘাটতি থাকলে শিক্ষকরা এক্সট্রা ক্লাস এর মাধ্যমে, পূরণ করে দিবে।

১১) কলেজের লোকেশন??
-- বাসাইল, নরসিংদী সদর ,নরসিংদী

সতর্কতা-ঃ যদি কেউ ভাবো যে কলেজ লাইফ মানে একটু চিল লাইফ, এত প্যারা নিব নাহ।এত নিয়ম কারন মানতে পারবো নাহ। ব্যাতের মাইর খাব নাহ, তাহলে কেউ ভুলেও AKMCC তে আইসো নাহ।

তথ্য ও ছবিঃ সংগৃহিত(#copy)




Comments