Posts

Showing posts with the label পড়ালেখা

মশা কেন রক্ত খায় | মশা কেন মানুষের রক্ত খায়

Image
মশা কেন রক্ত খায়  দেহের রক্ত পান করার ব্যাপারটা মশার মধ্যে এলোই বা কোথা থেকে? লেখকঃ মোঃ তাওহীদুল ইসলাম।  বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে পেয়েছেন। তবে এর কারণটা কিন্তু যথেষ্ট অবাক করার মতো!!  বলা হচ্ছে, শুরুতে মশা রক্ত পান করায় অভ্যস্ত ছিল না। পরে এটি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। ধারণা করা হচ্ছে, মশা শুষ্ক এলাকায় থাকার দরুন মানুষ এবং অন্যান্য প্রাণীর রক্ত পান করা শুরু করে। যখনই আবহাওয়া শুষ্ক থাকে এবং মশারা তাদের প্রজননের জন্য পানি পায় না, তখন তারা মানুষ বা অন্যান্য প্রাণীর রক্ত খেতে শুরু করে। নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আফ্রিকার অ্যাডিস এজিপ্টি ধরনের মশা নিয়ে গবেষণা করেন। এই মশার কারণে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে। এর কারণেই ডেঙ্গু এবং পীত জ্বর হয়। নিউ সায়েন্টিস্টে প্রকাশিত প্রতিবেদন অনুসারে আফ্রিকার মশার মধ্যে নানান ধরনের এডিস এজিপ্টি মশা রয়েছে। সব প্রজাতির মশা রক্ত পান করে না। তারা অন্য কিছু খেয়ে বা পান করে বেঁচে থাকে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক নোহ রোজ জানিয়েছেন, কেউ এখনও বিভিন্ন প্রজাতির মশার ডায়েট নিয়ে গবেষণা করেনি। আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে...

ধর্ষণ যেন মহামারির আকার ধারণ করেছে!

Image
#সমস্যা:              ধর্ষণ যেন মহামারি আকারে ধারণ করেছে | ছোট্ট শিশুটিও যেন রেহাই পেলো না মানুষ নামের অমানুষ হাইওয়ান জানোয়ার থেকে |  #কারণ:             ইমাম হায়াত  বলেন, এই দুনিয়াতে মানুষ জীবন ও জগতকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন এবং উপলব্দি করেন | তার মধ্যে রয়েছে বস্তুবাদি দৃষ্টিভঙ্গি ও হাইওয়ানি দৃষ্টিভঙ্গি |  হাইওয়ানিতের যে মন, মগজ, মানসিক গঠন এগুলো মূলত বস্তুবাদি মতবাদ থেকে এবং তাদের বিভিন্ন বিষাক্ত শাখা প্রশাখা থেকে মূলত উদ্ভুত | এই হাইওয়ানিতের দৃষ্টিভঙ্গি, চরিত্র, মানসিকতা বস্তুবাদি বিষাক্ত উপসর্গ থেকে এবং বিভিন্ন নফ্সানিয়াত মূর্খতা, অন্যায়, দুশচরিত্র ও বিষাক্ত মানসিক অনাচার থেকে উদ্ভুত হয় |  এই রকম দুশচরিত্র ও বিষাক্ত মানসিক অনাচার, ওহাবী , সালাফি , হারেজী ধর্মের নামে অধর্ম উগ্রবাদীদের বিষাক্ত মন মানষিকতা ও চিন্তা চেতনা ধর্ষণের মূল কারণ |  #সমাধান: এই রকম দুশচরিত্র ও বিষাক্ত মানসিক অনাচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং মানুষ হিসেবে সবাইকে স্বীকৃত দিতে ...