ধর্ষণ যেন মহামারির আকার ধারণ করেছে!
#সমস্যা:
ধর্ষণ যেন মহামারি আকারে ধারণ করেছে | ছোট্ট শিশুটিও যেন রেহাই পেলো না মানুষ নামের অমানুষ হাইওয়ান জানোয়ার থেকে |
#কারণ:
ইমাম হায়াত বলেন, এই দুনিয়াতে মানুষ জীবন ও জগতকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন এবং উপলব্দি করেন | তার মধ্যে রয়েছে বস্তুবাদি দৃষ্টিভঙ্গি ও হাইওয়ানি দৃষ্টিভঙ্গি |
হাইওয়ানিতের যে মন, মগজ, মানসিক গঠন এগুলো মূলত বস্তুবাদি মতবাদ থেকে এবং তাদের বিভিন্ন বিষাক্ত শাখা প্রশাখা থেকে মূলত উদ্ভুত | এই হাইওয়ানিতের দৃষ্টিভঙ্গি, চরিত্র, মানসিকতা বস্তুবাদি বিষাক্ত উপসর্গ থেকে এবং বিভিন্ন নফ্সানিয়াত মূর্খতা, অন্যায়, দুশচরিত্র ও বিষাক্ত মানসিক অনাচার থেকে উদ্ভুত হয় | এই রকম দুশচরিত্র ও বিষাক্ত মানসিক অনাচার, ওহাবী , সালাফি , হারেজী ধর্মের নামে অধর্ম উগ্রবাদীদের বিষাক্ত মন মানষিকতা ও চিন্তা চেতনা ধর্ষণের মূল কারণ |
#সমাধান:
এই রকম দুশচরিত্র ও বিষাক্ত মানসিক অনাচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং মানুষ হিসেবে সবাইকে স্বীকৃত দিতে হবে | সেই জন্য ইনসানকে ইনসানি সত্তা তথা মানব সত্তায় বিশ্বাস করতে হবে এবং ইনসানি গুনাবলী নিয়ে ইনসান হিসেবে বাঁচতে হবে |
ইমাম হায়াত বলেন, "#ইনসানিয়াত জীবনের আত্ম মালিকানা ও দুনিয়ার মালিকানা এবং স্বাধীন মানবতার উপলব্ধি ও বাস্তবায়ন". তিনি আরো বলেন, "জীবনের স্রষ্টা ও স্রষ্টার বন্ধন এবং জীবনের সকল সম্পর্কিত দায়িত্ববোধ ও সকল সৃষ্টির হক উপলব্ধি #ইনসানিয়াত। স্রষ্টার প্রেমে তাঁর মহিমান্বিত সর্বকল্যাণময় আলোকধারার অবলম্বনে তাঁর সৃষ্টির নিঃস্বার্থ কল্যাণ সাধনা #ইনসানিয়াত"
আমি মানুষ, আমি মানবতার ধারক ও বাহক এবং আমার ধারা কোনো মানুষের ক্ষতি হবে না এবং আমি মানবতার পক্ষে এবং মানবতা বিরুধী সকল অপশক্তির বিরুদ্ধে আমার অবস্থান |
আসুন
ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলি
সমাজ থেকে, রাষ্ট্র ও বিশ্ব থেকে হাইওয়ানিয়াত দূর করি
Comments
Post a Comment