#BAF_Shaheen_College(Tejgaon)
বিএএফ শাহীন কলেজ ঢাকা (বাংলাদেশ এয়ারফোর্স শাহীন কলেজ ঢাকা)
স্থানঃ তেজগাঁও, ঢাকা ক্যান্টমেন্ট
স্থাপত্যকালঃ ১লা মার্চ, ১৯৬০অধ্যক্ষঃ গ্রুপ ক্যাপ্টেন শাহ কাওসার আহমেদ চৌধুরি, পিএসসি।
Motto: শিক্ষা-সংযম-শৃঙ্খলা
📜কলেজের ইতিহাসঃ
১৯৬০ সালের দিকে বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল। সেই সময়ের পাকিস্তান বিমানবাহিনী, সেনাবাহিনী, সিভিল এভিয়েশন,পশ্চিম পাকিস্থান এবং PIA (Pakistan International Airlines) এর সকল কর্মকর্তাবৃন্দ ছিল উর্দু ভাষাভাষি। যেহেতু তাদের ভাষা উর্দু তাই এই বাংলা ঘাটিতে বিমানবাহিনীর সবাই একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিষ্টা নিয়ে চিন্তায় পড়লেন। সেই চিন্তার উপাখ্যান ঘটাতেই ১লা মার্চ ১৯৬০ সালের একপ্রহরে তৎকালীন পাকিস্তান বিমানবাহিনী ঘাটি অফিসার ইন-কমান্ড এবং সিভিল এভিয়েশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন ভোগার এবং ফ্ল্যাইট ল্যাফটেন্যান্ট (শিক্ষা পরিদপ্তর) এজেএম খলিলউল্লাহ (যাকে ব্যারিস্টার খলিলউল্লাহ নামে সমাদৃত করা হয়) তার সভাপতিত্বে একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। কিন্তু প্রতিটি স্বপ্নের একটি নাম দরকার তা নাহলে কেউ সেই স্বপ্নের নাম নিতে পারবেনা। সেই সমস্যার সমাধান দিতে এগিয়ে আসে সার্জেন্ট জাকারিয়া। তিনি উক্ত স্বপ্নের প্রতিষ্ঠানের নাম দিলে "শাহীন"। শাহীন একটি উর্দু শব্দ যার বাংলা অর্থ হচ্ছে ঈগল। আমরা জানি বিমানবাহিনী আকাশে ঈগলের মত পাখা খুলে দেশের আকাশপথের সেবা করে থাকে তাই নামটি উভয়ের সাথে মানানসই হওয়ায় এই নামটি সকলের পছন্দ হল। জন্মলাভ করলো একটি শিক্ষা প্রতিষ্ঠান। যার নাম হল, "শাহীন স্কুল"। প্রথমত সামরিক বাহিনীর কর্মকর্তাদের জন্য প্রতিষ্ঠিত হলেও ধীরে ধীরে তা সাধারণ ব্যাক্তিবর্গের জন্য উন্মুক্ত করা হয়।১৯৬২ সালের ১লা জুলাই স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে ইংরেজি মাধ্যমে এই স্কুলটি। ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যম চালু হয় ১৯৬৭ সালের ১লা জানুয়ারী যা পূর্নভাবে গঠিত হয় ১লা জানুয়ারী ১৯৭১ সালে। যেহেতু ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাই স্কুলটিকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে নিয়ে যেতে ১লা জুলাই ১৯৭৭ সালে উচ্চমাধ্যমিক শাখার জন্মলাভ করে এবং স্কুলটির নামকরণ করা হয়
"বিএএফ শাহীন কলেজ ঢাকা"। প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন এস.এ.আহমেদ। বর্তমানে ২৯তম অধ্যক্ষ হিসেবে ২০১৭ সালের ৩রা ডিসেম্বর গ্রুপ ক্যাপ্টেন শাহ কাওসার আহমেদ চৌধুরী, পিএসসি যোগদান করেন যিনি এখনো কর্মরত আছেন❤।
🔘শিক্ষা মাধ্যমঃ বাংলা ও ইংরেজি।
📊প্রতিষ্টান ধরণঃ প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক।
🔲ডিগ্রী কলেজে স্বীকৃতিঃ ১৯৯০-১৯৯১ থেকে ডিগ্রী কলেজে নামে জানাশুনা হলেও ২০০৭ সালে ডিগ্রী কলেজের বিলুপ্তী ঘটে।
📖মাধ্যমিকে অধ্যয়নরত বিষয়ঃ
বাংলা ও ইংরেজি মাধ্যমে - বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক
📖উচ্চ-মাধ্যমিক অধ্যয়নরত বিষয়ঃ
বাংলা মাধ্যম - বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা এবং মানবিক
ইংরেজি মাধ্যম - বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা
শিক্ষক- শিক্ষিকার সংখ্যাঃ ২১৯ জন (উচ্চমাধ্যমিক ৬৯ জন, মাধ্যমিক ৭৪ জন, ইংরেজি ভার্সন ৪২ জন, প্রাইমারী ৩৪ জন)
🏢কর্মকর্তা- কর্মচারী- ৬৫ জন।
👨👩শিক্ষার্থী সংখ্যাঃ ৫৮৮১ জন (স্কুল ৩৭২৪, কলেজে ২১১৭)
❕❕ভর্তি পদ্ধতিঃ
অনলাইনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার কাজ সম্পাদন করতে হয়।
নিন্মোক্ত সর্বনিন্ম গ্রেড পয়েন্ট থাকলেই শাহীনে ভর্তির আবেদন করা যায়।
বিজ্ঞান বিভাগঃ ৫.০০
ব্যবসায় শিক্ষাঃ ৪.০০
মানবিকঃ ৩.০০
মাসিক বেতনঃ ২১৭৫ টাকা (বাংলা মাধ্যম), ৩,০০০ টাকা (ইংরেজি মাধ্যম)
💷💷ভর্তি ফিঃ ৭১৪৫ (বাংলা মাধ্যম), ১০৪৪৫ (ইংরেজি মাধ্যম) (পরিবর্তনযোগ্য)
অনলাইনের মাধ্যমে সকল ধরণের তথ্যাবলী প্রদান করা হয়। প্রত্যেক পরীক্ষার রেজাল্ট,কলেজ সংক্রান্ত যেকোন ধরণের নোটিশ সব অনলাইনের বিএএফ শাহীন কলেজের ওয়েবসাইটে প্রদান করা হয়ে থাকে। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নাম্বারে যথাযথ তথ্যসহ ক্ষুদে বার্তা পাঠিয়ে সর্বদা সচেতনতার সাথে কাজ করা হয়।
কলেজটির কোন হোস্টেল নেই তাই মূলত কলেজটি অনাবাসিক হিসেবে পরিচিত। বর্তমানে শাহীনে মোট ১০টি ক্লাব সক্রিয়ভাবে কলেজের সুনামবৃদ্ধি করতে বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে।
🤝ক্লাব পরিচিতিঃ
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যঃ BAF Shaheen College Dhaka Science Club.
ব্যবসায় শিক্ষা বিভাগের জন্যঃ BAF Shaheen College Dhaka Business Club
পরিবেশবিষয়ক ক্লাবঃ BAF Shaheen College Dhaka Green Thumbs.
লেখালেখি বিষয়ক ক্লাব(ইংরেজি ও বাংলা): BAF Shaheen College Dhaka Writer's Club.
গান পছন্দ ব্যাক্তিবর্গের জন্য রয়েছেঃ BAF Shaheen College Dhaka Music Club.
ডিবেট পছন্দ যাদের তাদের জন্যঃ BAF Shaheen College Dhaka Debating Club.
ছবি তুলতে পছন্দ রয়েছেঃ BAF Shaheen College Dhaka Photography Club.
কুইজ করতে পছন্দ তাদের জন্যঃ BAF Shaheen College Dhaka Quiz Club.
প্রোগ্রামিংয়ে পটুদের জন্য রয়েছেঃ BAF Shaheen College Dhaka IT Club.
ঘুরাঘুরি করতে পছন্দ তবে রয়েছেঃ BAF Shaheen College Dhaka Mountaineering Club.
যারা যে কাজে পটু তাদের জন্য জায়গামত সেই ক্লাব রয়েছে তারা নিজেদের কাজগুলিকে কাজে লাগিয়ে আরো দক্ষ হতে পারে।
💃সাংস্কৃতিক অঙ্গনঃ সাংস্কৃতিক দিক থেকে শাহীনে প্রতি মাসেই কর্মকান্ড থাকে প্রত্যকে বছরের শুরুতে আন্তঃশাহীন ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা, আন্তঃশাহীন ক্রিকেট প্রতিযোগিতা সহ আমাদের চারটি হাউজের মধ্যে প্রতিযোগিতা করে পুরষ্কার প্রদান করা হয় এবং প্রত্যেক পালাপার্বণে শাহীনের সক্রিয় অংশগ্রহন প্রত্যক্ষভাবে দর্শনীয়।
❤কলেজের লাইব্রেরীতে বসে সকলে নিজেদের মত বই পড়তে পারে অফ পিরিয়ডে। আরো রয়েছ ক্যান্টিন। পাশাপাশি আছে সুন্দর প্রকৃতিঘেরা একটি উদ্যান যাকে শাহীনের প্রকৃতিপ্রেমিক শিক্ষার্থী শিক্ষকরা নাম দিয়েছে "তরুউদ্যান" কারণ গাছপালায়,ভরপুর এই উদ্যান তাই তার নাম তরুউদ্যান। 💜
শাহীনের সকল কার্যক্রমে সকলে প্রথমে অতিষ্ট হয়ে যায় কারণ ধরাবাধা নিয়মের বাহিরে চললেই বিশাল। শাস্তি থাকে কিন্তু দুইটি বছরপার হবার পর আসলে অনুপস্থিতি অনুভুত হতে থাকে যে আসলেই অনেক আনন্দের স্থানটিকে আমরা ফেলে এসেছি।
একটি মূলমন্ত্র যা ঢাকা শাহীনের সকল শিক্ষার্থীকে একতাবদ্ধ এবং সর্বদা জীবিত রাখে তা হলোঃ
" Once a Shaheen, Always a Shaheen."
Proud to be a blue😊. Wherever we go Shaheen will be always in our heart.
লিখেছেনঃ
© মোঃ মিজানুর রহমান (সজীব)
শ্রেনীঃ দ্বাদশ
বিভাগঃ ব্যবসায় শিক্ষা
ব্যাচঃ ২০১৯-২০২০
কলেজঃ বিএএফ শাহীন কলেজ ঢাকা🤗
*** লেখা ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত করা হয়েছে।
✒✒✒ এই কলেজ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন...
Comments
Post a Comment