স্বপ্ন যাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়!

🚩🚩🚩 স্বপ্ন যাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  🚩🚩🚩

ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা

🚫 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি ইউনিট রয়েছে-🚫 A ইউনিট  🚫B ইউনিট ।

🚩🚩🚩A ইউনিট
বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য

🚩🚩🚩  B ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্

🚩
🚫🚫🚫 B ইউনিট কে আবার দুটি সাবগ্রুপে ভাগ করা হয়েছে

🚩B1 ইউনিট সকল ইঞ্জিনিয়ারিং বিষয় এর জন্য।
🚩B2 ইউনিট আর্কিটেকচার এর জন্য।

🚩কেউ চাইলে শুধু বি -১ এ এক্সাম দিতে পারবে কিংবা চাইলে বি-২ সহ এক্সাম দিতে পারবে।
🚩ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী রা এক্সাম দিতে পারবে |

🚫আবেদনের যোগ্যতা
যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় পাশ করেছে তারা A ও B উভয় ইউনিটেই এবং অন্যেরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে।

🚩HSC/সমমান পাশ করতে হবেঃ ২০১৮ অথবা ২০১৯
A ইউনিট  A ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.0 সহ মােট 6.5 থাকতে হবে।
🚩B ইউনিট B ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.0 সহ মােট 7.0 থাকতে হবে এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় গণিতে ন্যূনতম GPA 3.5 (A লেভেলের ক্ষেত্রে B গ্রেড) থাকতে হবে।
🚩বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা A ও B দুইটি ইউনি্টেই আবেদন করতে পারবেন।



 🚩🚩🚩ইউনিট আসন সংখ্যা

🚩A ইউনিট

🚩মানবিক- ৩১০
🚩বিজ্ঞান-২২০
🚩বাণিজ্য- ৮৩
⛔⛔A ইউনিটে মোট আসন ৬১৩ টি

🚩B1 ইউনিট - ৯৫০
🚩B2 ইউনিট - ৪০

⛔⛔ B ইউনিটে মোট আসন ৯৯০ টি

🚩🚩সংরক্ষিত আসন

মুক্তিযোদ্ধার সন্তান ২৮
ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৮
প্রতিবন্ধী ১৪
পোষ্য ১৬
বিকেএসপি ৬
মোট ১০০


⛔⛔⛔ পরীক্ষার মানবন্টন

🚩🚩🚩A ইউনিট

🚩বিজ্ঞান বিভাগের জন্য ইংরেজি-২০
🚩বাংলা-১০
🚩পদার্থবিজ্ঞান-১০
🚩গণিত/জীববিজ্ঞান-১০
🚩রসায়ন-১০
🚩বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি-১০

🚩🚩লিখিত পরীক্ষা -৭০
🚩🚩রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

🚫🚫 সর্বমোট -১০০

🚩🚩🚩মানবিক বিভাগের জন্য

🚩ইংরেজি ২০
🚩বাংলা ১০
🚩মাধ্যমিক পর্যায়ের গণিত-১০
🚩অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস ও ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়-৩০

⏪রেজাল্টঃSSC+HSC=১৫+১৫

⛔⛔সর্বমোট -১০০

🚩🚩🚩বাণিজ্য বিভাগের জন্য
🚩ইংরেজি-২০
🚩বাংলা-১০
🚩মাধ্যমিক পর্যায়ের গণিত-১০
🚩হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসংগ-৩০


🚫🚫🚫 B ইউনিট

🚩🚩🚩B1 ইউনিট

🚩ইংরেজি -১০
🚩পদার্থ- ২০
🚩রসায়ন -২০
🚩গণিত -২০

🚫🚫রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

🚩🚩🚩B2 ইউনিট
🚩ইংরেজি -১০
🚩পদার্থ- ২০
🚩রসায়ন -২০
🚩গণিত -২০

🚸🚸🚸ড্রইং ও স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞান-৩০


♥♥ধন্যবাদ ♥♥
#Collected






Comments