মিরপুর_ক্যান্টনমেন্ট_পাবলিক_স্কুল_এন্ড_কলেজ!

#college_Review_4

#মিরপুর_ক্যান্টনমেন্ট_পাবলিক_স্কুল_এন্ড_কলেজ!

কলেজটি যথেষ্ট নতুন কিন্তু পড়ালেখার মানে খুব ভালো করছে। প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১০ সালে। মিরপুর ক্যান্টনমেন্টে ৩.৮৩ একর জমির উপর গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। ২০১৪ সালের জুলাই মাসে কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৯ সাল থেকে কলেজ শাখায় ইংরেজি ভার্সন ও মানবিক বিভাগ চালুকরণ। শিক্ষার্থীদের ৪টি হাউসে (বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বংশী) বিভক্তিকরণ।

জিপিএ চায় -

মানবিক বিভাগ - ৩.০০
ব্যবসায় বিভাগ - ৪.০০
বিজ্ঞান বিভাগ - ৫.০০ (বাংলা ভার্সন) এবং ৪.৫০ (ইংলিশ ভার্সন)

আসন সংখ্যা - মানবিকে - ৬০ টি সিট। ব্যবসায় বিভাগে - ৬০টি আসন এবং বিজ্ঞানে আছে ৩০৫ টি আসন।

***ছেলে-মেয়ে উভয়ে কি পড়তে পারে?
***উত্তর - জ্বি।

ফলাফল - ২০১৯ সাল!

ব্যবসায় শাখা - কৃতকার্য - ৪৬ জন । অকৃতকার্য ০ জন। জিপিএ ৫.০০ পেয়েছে - ৬ জন।

বিজ্ঞান বিভাগ - কৃতকার্য - ২৭১ জন । অকৃতকার্য ০ জন। জিপিএ ৫.০০ পেয়েছে - ১০১ জন।

***পাশের হার ১০০%
***মোট জিপিএ ৫.০০ পেয়েছে ১০৭ জন।
***মানবিক ও ইংরেজি ভার্সন থেকে কোনো পরীক্ষার্থী ছিল না। এর কারণ ২০১৯ সালে মানবিক ও ইংরেজি ভার্সন এর যাত্রা শুরু হয় কলেজে।
***কলেজে ক্লাব আছে - ২৪টি।

তথ্য ও ছবি ঃ ইন্টারনেট থেকে সংগৃহিত (#copy)

********************************************************

সারাদেশের যেকোনো কলেজের রিভিউ পেতে জেলার নাম সহ কলেজের লিখে , কমেন্ট করুন 🥰

Comments