#গাজীপুর_ক্যান্টনমেন্ট_কলেজ

#College_Review_2
#গাজীপুর_ক্যান্টনমেন্ট_কলেজ

বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সারা দেশে যে ক'টি ক্যান্টনমেন্ট কলেজ আছে,গাজীপুর ক্যান্টনমেন্ট কপ্লেজ তার মাঝে অন্যতম একটি সেরা কলেজ।কলেজটি বাংলাদেশ অর্ডানেন্স ফ্যাক্টরিজ (বিওএফ) এর পরিবেশ-বান্ধব অবস্থানে অবস্থিত। এই কলেজে একটি দুর্দান্ত শিক্ষণ-শেখার পরিবেশ বিরাজ করছে। কলেজটি আধুনিক সুযোগ সুবিধাসহ একটি চারতলা বিল্ডিং রয়েছে। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা কলেজ কারণ এটি ২০০১ ও ২০০৩ সালে দুইবার জাতীয় পর্যায়ে সেরা কলেজ হয়ে ওঠে।

⛳প্রতিষ্ঠানের ঠিকানা: বিওএফ, গাজীপুর।

এখানে রয়েছে শুধু ডে শিফট।কলেজ টাইপ কম্বাইন্ড। বাংলা সংস্করণ রয়েছে শুধু।
কলেজের নিজস্ব হোস্টেল সুবিধা নেই ।কলেজ বাস সার্ভিস নেই।

📌📌📌এ কলেজটিতে আবেদনের নূন্যতম যোগ্যতা ও আসন সংখ্যাঃ

📍বিজ্ঞান বিভাগ: জিপিএ ৪.৫০ ( আসন সংখ্যা ৪০০ )

📍মানবিক বিভাগ: জিপিএ ৩.০০( আসন সংখ্যা ২০০ )

📍ব্যবসায় শিক্ষা বিভাগ : জিপিএ ৪.০০( আসন সংখ্যা ৩০০)

📌📌📌২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলঃ

মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীঃ ৭২০ জন।
মোট উত্তীর্ণ শিক্ষার্থীঃ ৭১৮ জন।
মোট অনুত্তীর্ণ শিক্ষার্থীঃ ২ জন।
মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীঃ ১৮৭ জন।
মোট জিপিএ ৪ প্রাপ্ত শিক্ষার্থীঃ ৪৩৭ জন।
মোট জিপিএ ৩ প্রাপ্ত শিক্ষার্থীঃ ৯২ জন।
মোট জিপিএ ২ প্রাপ্ত শিক্ষার্থীঃ ২ জন।
মোট পাশের হারঃ ৯৯.৭%

তথ্য ও ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহিত।

আপনার পছন্দের কলেজের রিভিউ পেতে জেলার নাম সহ কলেজের পুরো নাম লিখে কমেন্ট করুন।

ধন্যবাদ 🥰





Comments