#BN_College_Dhaka
#বিএনকলেজঢাকা
বিএন কলেজ ঢাকা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মিরপুর-১৪ নং সেকশনে নাবিক কলোনি অবস্থিত।
শিক্ষার্থী পরিবহনের জন্য ৩টি বাস সাভিসের ব্যবস্থা আছে
একাদশ-দ্বাদশ শ্রেণি ০৮:০০ ঘটিকা হতে ১৩:৪০ ঘটিকা পর্যন্ত ক্লাস কার্যক্রম চালু থাকে।
একাদশ ও দ্বাদশ শ্রেণি শনিবার হতে বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লাস কার্যক্রম চালু থাকে। কলেজ শাখার বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখায় ৩টি করে ও মানবিক বিভাগে ১টি শাখা চালু আছে।
ক্লাব সমুহ- *বিএনসিসি ; *রোভার স্কাউট
১/ ফটোগ্রাফি
২/ নাট্যদল
৩/ ইংরেজি
৪/ বিজ্ঞান
৫/ সংস্কৃতি
৬/ সাধারন জ্ঞান
৭/ বিতর্ক
৮/ রসায়ন, পদার্থবিজ্ঞান , গনিত
বেতনাদি---
(সিভিল)-
বেতন- ১৮২৫ টাকা
ভর্তি ১৮০০০ টাকা প্রায়( ৩মাসের কিস্তি তে পরিশোধ যোগ্য)
নিজস্ব বাস এর যাতায়াত ব্যবস্থা রয়েছে।
বিএনসিসি, স্কাউটিং সহ ক্লাবিং এর ব্যবস্থা রয়েছে।
আবেদন যোগ্যতা-
বিজ্ঞান বিভাগ- জিপিএ ৫.০০
ব্যবসায় শিক্ষা - জিপিএ ৩.৫০
মানবিক-২.৫০
গতবছরের-
পাশের হার-৯৮.৬৩
জিপিএ ৫ এর হার- ১১.২৩
যেসব কলেজ থেকে ২০০+ পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে র্যাংকিং ২১ তম
***ছবি ও লেখা ইন্টারনেট থেকে সংগৃহিত
Comments
Post a Comment