#CollegeReview8







 #ঢাকা_রেসিডেনসিয়াল_মডেল_কলেজ_

# ঢাকা রেসিডেনসিয়াল মডেক কলেজ এর মাসিক বেতন#

#ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এর ভর্তি যোগ্যতা

বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ,যা ৫২ একর জায়গার উপর অবস্থিত!
বর্তমানে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্যার

এটি একটি সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এই কলেজে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগেই শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্রদের বসবাসের জন্য সর্বাধুনিক ছয়টি পূর্ণাঙ্গ ছাত্রাবাস রয়েছে।এগুলো হলঃ

1.জয়নুল আবেদীন হাউস

2.কুদরত-ই-খুদা হাউস

3.ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্‌ হাউস

4.লালন শাহ্‌ হাউস

5.নজরুল ইসলাম হাউ

6.ফজলুল হক হাউস

বেতনঃ
১.আবাসিকঃ হাউস চার্জ ৫০০০ টাকা, কলেজ বেতন ১৪৬০ টাকা।

২.অনাবাসিকঃকলেজ বেতন ১৫৬০ টাকা

ভর্তির সময় (৮০০০+৮০০০) করে ২ মাসে মোট ১৬০০০ টাকা দিতে হয়।

আর সেকেন্ড ইয়ারে উঠার পর সেশনের শুরুতেই প্রায় ১০০০০ টাকা দিতে হয়।

©©সকল বিভাগের ক্ষেত্রে সমপরিমাণ টাকা!

গতবছরের-
পাশের হার- ৯৯.৪০
জিপিএ ৫ এর হার -৭০.৬১

২০১৯ অনুযায়ী ভর্তির জন্য প্রয়োজন

বিজ্ঞান বিভাগ

জিপিএ-৫.০০
মার্ক্স -মিনিমাম- ১১৯০+(Morning)
মার্ক্স -মিনিমাম-১১৮০+(Day)

ব্যবসায় শিক্ষা

জিপিএ-৪.৫-৪.৬+(Morning)
জিপিএ-৪.০০(Day)

মানবিক

জিপিএ-৪.২(Morning)
জিপিএ-৪.০০(Day)

সহশিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই কলেজে বর্তমানে রয়েছে ১৮ টিরও অধিক ক্লাব! ক্লাবগুলো সারাবছর তাদের বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্লাব হলো:

DRMC Science Club
Remians Art Club
Remians Language Club
Remians Music Club
DRMC IT CLUB
DRMC Photography Club
DRMC Math Club
DRMC Games and Sports Club
DRMC Business And Career Club
DRMC Model United Nations Association
Remians Taekwondo Club - RTC

 ***লেখা তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত।

✒✒✒আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন..

Comments