#CollegeReview9


#Birshreshtha_Noor_Mohammad_Public_College

#বীরশ্রেষ্ঠনূরমোহাম্মদপাবলিককলেজ


বীরশ্রেষ্ঠনূরমোহাম্মদপাবলিককলেজ এর মাসিক বেতন


কলেজটি পিলখানার অভ্যন্তরে অবস্থিত।যেখানে কয়েকবছর আগে ট্রাজেডি টা হয়েছিল!!কলেজটি বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত।প্রতিবছর ধুমধাম করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় এখানে।মাসিক বেতন-২৫৩০ টাকা।বাংলা ভার্সনে দুইটা শিফট প্রভাতি ও দিবা। কলেজটি কম্বাইন্ড।দিবা শাখা ছেলেদের জন্য আর প্রভাতি মেয়েদের জন্য।কলেজের নিজস্ব হোস্টেল নাই।
ক্লাবসমূহ-
ডিবেট
ফটোগ্রাফি
ইংলিশ 
বিজনেস
আইটি
যাদের পিলখানা ঘুরে দেখার ইচ্ছা তাদের জন্য বেস্ট চয়েজ।কারণ পিলখানা সবার জন্য উন্মুক্ত না।

আসনসংখ্যা-
বিজ্ঞান-৫০০(ছেলে) এবং ৫০০(মেয়ে)
জিপিএ - ৫.০০ (মার্ক্স-১১৩০-৩৫+)

ইংলিশ ভারসন- ২২৫ (জিপিএ ৫)

মানবিক- ১২৫(ছেলে) এবং ১২৫ (মেয়ে)
জিপিএ - ৩.২২ 

ব্যবসায় শিক্ষা -২০০(ছেলে) এবং ২০০ (মেয়ে)
জিপিএ- ৩.৫০

গতবছরের-
পাশের হার- ৯৯.৩১
জিপিএ ৫ এর হার- ২৯.৩৩

যেসব কলেজ থেকে ২০০ জনের বেশি পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে র‍্যাংকিং এ এর অবস্থান ১৩ তম

*** ছবি ও লেখা ইন্টারনেট থেকে সংগৃহিত

✒✒✒এই কলেজ নিয়ে কোনোকিছু জানার থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন।






Comments