#Dhaka_Cantonment_Girls_Public_School_College 

#ঢাকা_ক্যান্টনমেন্ট_গার্লস_পাবলিক_স্কুল_এবং_কলেজ


ঢাকা_ক্যান্টনমেন্ট_গার্লস_পাবলিক_স্কুল_এবং_কলেজ এ ভর্তি হতে কত মার্কস লাগে


ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এবং কলেজ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল ব্রিগেড এর পরিচালিত একটি প্রতিষ্ঠান। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ঢাকা সেনানিবাসের সিগন্যাল গেট এলাকায় অবস্থিত। কলেজটির মনোরম পরিবেশে কলেজের শিক্ষাপ্রদানকে আরও সহযোগিতা করে। কলেজটিতে
বর্তমানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে।

বিজ্ঞান বিভাগ :-
মোট আসন সংখ্যা -  বাংলা ভারসন -৩৫০
ইংলিশ ভারসন-নেই
ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ জিপিএ -৫.০০
মোট নাম্বার-১০৫০+ (২০১৯ অনুসারে)

ব্যাবসায়ি বিভাগ :-
মোট আসন সংখ্যা - বাংলা ভারসন -200
ইংলিশ ভারসন-নেই
 ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ জিপিএ-৩.৫০

*** লেখা ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত।



Comments

Popular posts from this blog

#আব্দুল_কাদের_মোল্লা_সিটি_কলেজ!