#Shaheed_Bir_Uttam_Anowar_Girls_College

#শহীদবীরউত্তমলেআনোয়ারগার্লসকলেজ









কলেজটি ঢাকা ক্যান্টনমেন্ট এর ভিতরে অবস্থিত,আদমজী ক্যান্টনমেন্ট এর একদম পাশেই।আমার মতে, মেয়েদের জন্য 'মিরপুর এরিয়া' তে শহীদ আনোয়ার হতে পারে বেস্ট চয়েজ।এখানে শুধুমাত্র মেয়েদের পড়াশুনার ব্যবস্থা রয়েছে।কলেজের হোস্টেল নাই, নির্ঝর এ থাকা সম্ভব কিন্তু সিভিল এর জন্য নির্ঝর এ সিট অনেক কম।চান্স পাওয়া টাফ।

আসন সংখ্যাঃ

বিজ্ঞান -  ৭৫০+-(বাংলা)
           ১০০+- (ইংলিশ)
জিপিএ-৫.০০
মার্ক্স -মিনিমাম ১১০০+

ব্যবসায় শিক্ষা -  ৪০০+-
জিপিএ-৪.০০

মানবিক- ২৫০+-
জিপিএ-৩.৫

মাসিক বেতনঃ ২৫৩০/- (দুইমাসের টা একবারে পে করতে হয়, মানে ৫০৬০/-)

বিভিন্ন রুটে কলেজ বাস আছে,তাই যাতায়াত টা কিছুটা সুবিধার। বাসের জন্য ১৫০০/- টাকা পে করতে হবে।

গতবছরের-
পাশের হার- ৯৯.১৮
জিপিএ ৫ এর হার -২৩.১৮

যেসব কলেজ থেকে ২০০ জনের বেশি পরীক্ষা দিয়েছে সেগুলার মধ্যে র‍্যাংকিং বিবেচনা করলে এর অবস্থান ১৬ তম।

***ছবি ও লেখা ইন্টারনেট থেকে সংগৃহিত

Comments