হলিক্রস_স্কুল_এন্ড_কলেজ এর রিভিউ
#College_Review_6 #হলিক্রস_স্কুল_এন্ড_কলেজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ গার্লস কলেজ হলিক্রস কলেজ অবস্থিত। বাংলাদেশে একমাত্র এই কলেজেই মেয়েদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয়।১৯৫০ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে প্রায় ২০০০ ছাত্রী অধ্যয়নরত আছে। এ কলেজের অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশকে পরিচালিত করছে।বাংলাদেশের প্রথম নারী স্পীকার শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা,বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা,বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম নারী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক সহ আরো অনেক কৃতি শিক্ষার্থী তৈরীর কারখানা এই কলেজটি। 📌📌📌কলেজটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যত প্রয়োজন(তবে এবার ভর্তি পরিক্ষা না হবার সম্ভাবনা বেশি)— 🔰বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ 🔰ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪.০০ 🔰মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.০০ অর্জন করতে হবে। 💵মাসিক বেতন ২০০০/- 💴ভর্তি ...